Ajker Patrika

নেটওয়ার্ক বিড়ম্বনার প্রতিবাদে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯: ৪২
নেটওয়ার্ক বিড়ম্বনার প্রতিবাদে মানববন্ধন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বউডুবা এলাকায় ৪ গ্রামের বাসিন্দারা মোবাইল ফোনের নেটওয়ার্ক সমস্যায় ভুগছেন। নেটওয়ার্ক সমস্যা সমাধানের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। ওই এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

মানববন্ধনের আয়োজক লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন জানান, মেহেন্দিগঞ্জ পৌর শহর সংলগ্ন দক্ষিণ চরহোগলা, বাজিতখান, উত্তরপাড়া ও বউডুবা গ্রামের মোবাইল নেটওয়ার্ক খুবই দুর্বল। ফোনে রিং বাজলে কথা বলার জন্য ঘরের বাইরে বের হয়ে যেতে হয়। এ সমস্যা সমাধানের দাবিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করতে গ্রামের নারী-পুরুষেরা মানববন্ধন করেছে।

স্থানীয় ইউপি সদস্য কালু বেপারী বলেন, মোবাইলের নেটওয়ার্ক বিড়ম্বনায় এলাকায় যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। কেউ অসুস্থ হলে চিকিৎসককে খবর দেওয়া, অপরাধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো কিংবা স্বজনদের সঙ্গে যোগাযোগে করতে অনেক সময় খোলা জায়গায় এসে দাঁড়িয়ে থাকতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ