Ajker Patrika

স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ৫৪
স্ত্রীর হাত ভেঙে দিলেন স্বামী

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চায়না পারভীন নামে এক নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জাহিদুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে গত বৃহস্পতিবার দুপুরে দুপচাঁচিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন চায়না। তিনি জানান, এক নারীর সঙ্গে জাহিদুলের ঘনিষ্ঠতা রয়েছে।

বিষয়টি জেনে যাওয়ায় এ নিয়ে স্বামীর সঙ্গে তাঁর কলহ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় চায়নাকে বেধড়ক মারধর করেন জাহিদুল। মারধরের একপর্যায়ে রড দিয়ে আঘাত করেন তাঁর স্বামী। এতে চায়নার ডান হাত ভেঙে যায়। এ সময় মাকে মারধরের থেকে বাঁচাতে ছেলে পারভেজ এগিয়ে আসেন। কিন্তু তাঁকেও মারধর করেন তাঁর বাবা। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা।

জানতে চাইলে দুপচাঁচিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফরিদুল ইসলাম বলেন, মারধরের শিকার চায়না উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। ওই পরিবারকে থানায় ডাকা হয়েছে। তারা এলে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...