Ajker Patrika

লেপের কারিগরদের ব্যস্ততা

মোহাম্মাদ আলী, বাবুগঞ্জ
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ৩১
লেপের কারিগরদের  ব্যস্ততা

বাবুগঞ্জে হালকা শীত পড়তে শুরু করায় লেপের কদর বেড়েছে। এতে কর্মব্যস্ততা বেড়েছে কারিগরদেরও। ভ্রাম্যমাণ লেপ-তোশক ব্যবসায়ীদের আনাগোনাও চোখে পড়ছে।

গতকাল সকালে উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজারে লেপ-তোশকের দোকানগুলোতে লেপ তৈরিতে ব্যস্ত থাকতে দেখা গেছে কারিগরদের।

লেপ বানাতে আসা মো. সোহেল হাওলাদার বলেন, কার্পাস তুলা দিয়ে একটি লেপের অর্ডার দিয়েছি। কাপড়, তুলা, মজুরিসহ ২০০০ টাকা লাগছে।

তবে মহাজনদের কাছ থেকে মজুরি কম পাচ্ছেন বলে দাবি কারিগরদের। গোপালগঞ্জ থেকে মো. রফিকুল, কাওছারসহ আরও কয়েকজন কারিগর জানান, একটি লেপ তৈরিতে মহাজনের কাছ থেকে ১৮০ টাকা মজুরি পান।

বাবুগঞ্জ বন্দরের ভাই ভাই বেডিং স্টোরের কর্মচারী মো. আহসান জানান, দিনে ৩-৪টা লেপ বানাতে পারেন।

শীতকে কেন্দ্র করে বাবুগঞ্জ উপজেলার মার্কেটগুলোতে উঠেছে নানা ধরনের কম্বল। বাবুগঞ্জ বাজারের চন্দ্র পাড়া বস্ত্র বিতানের স্বত্বাধিকারীরা মো. আলমগীর হোসেন বলেন, গত বছরের তুলনায় কম্বলের দাম একটু বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...