Ajker Patrika

ভ্যান ছিনতাই করতেই শফিকুলকে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ০২
ভ্যান ছিনতাই করতেই শফিকুলকে হত্যা

জয়পুরহাট সদরে অটোভ্যানচালক শফিকুল ইসলামের লাশ ধানখেত থেকে উদ্ধারের দুদিনের মধ্যেই তাঁকে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। অটোভ্যান ছিনতাই করতেই তাঁকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এসব তথ্য জানান। এর আগে গত সোমবার সকালে সদর উপজেলার দোগাছী গুচ্ছগ্রাম মোড় এলাকার ধানখেত থেকে শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শফিকুলের বাবা নিলু ফকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- জেলার ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের রশিদুল ইসলাম এবং একই গ্রামের রুবেল হোসেন। রশিদুল পেশায় একজন ট্রাকচালক ও রুবেল ট্রাকচালকের সহযোগী। এ ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাতদের শনাক্ত ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে বলে জানা গেছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এসপি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ২৪ অক্টোবর ঘটনার দিন বিকেলে তাঁরা ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করেন। এরপর একটি চাকু কেনেন। শফিকুলকে তাঁরা মঙ্গলবাড়ি যাওয়ার জন্য বলেন। তাঁদের পরিকল্পনা মতে, রাত গভীর হওয়ার জন্য নওগাঁ জেলার ধামইরহাট আলতাদিঘী এলাকায় কালক্ষেপণ করেন। এরপর তাঁরা সেখান থেকে আবার জয়পুরহাটের উদ্দেশে রওনা দেন। পথে দোগাছী গুচ্ছগ্রাম মোড় এলাকায় রাত ৯টায় রশিদুল ও তাঁর আরেক সহযোগী শফিকুলকে রশি দিয়ে পেছন থেকে ধরেন এবং চাকু দিয়ে জবাই করেন। তাঁরা মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ফেলে দিয়ে অটো নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতচক্রের সক্রিয় সদস্য হিসেবে একাধিক মামলা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত