আজিজার রহমান (জয়পুরহাট) ক্ষেতলাল
রেহেনা বেগম। মাত্র পাঁচ বছর বয়সে পড়েন জ্বরে। জ্বর থেকে পোলিও। আর তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায় তাঁর। তবে তিনি থেমে থাকেনি।
বাবার নুন আনতে পান্তা ফুরানো সংসারে শারীরিক প্রতিবন্ধকতা দূর করে আলিম ডিগ্রি অর্জন করেন। ফাজিলেও ভর্তি হয়েছিলেন। কিন্তু বিয়ের কারণে শেষ করতে পারেননি লেখাপড়া। বিয়ের পরেই ভাগ্যটা নিজ হাতে গড়েন রেহেনা বেগম। ক্ষেতলাল উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র থেকে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন বিষয়ে নেন প্রশিক্ষণ। তাতেই পান সাফল্য।
সাফল্যের ধারাবাহিকতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রেহেনা বেগম গড়ে তোলেন ৭৭ শতক জমিতে হাঁস-মুরগির খামার। সঙ্গে গরু-ছাগল ও কবুতরের খামার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০১০ সালে সিটি ব্যাংকের সফল উদ্যোক্তার পুরস্কার। দেশের শ্রেষ্ঠ খামারি হিসেবে ৫ হাজার ডলার (সাড়ে ৩ লাখ) টাকাও পান তিনি।
জানা গেছে, রেহেনা বেগম ১৯৮১ সালে উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সামাদের ঘরে জন্মগ্রহণ করেন। জন্মের মাত্র পাঁচ বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হন পলিও রোগে। তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায়। সেই থেকে খুঁড়িয়ে হাঁটাচলা করেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে করেন আলিম পাস। ফাজিল পাসের আগেই বাবা বিয়ে দেন মো. রশিদ মোল্লার সঙ্গে। বর্তমানে স্বামীও অসুস্থ। তবে দুই ছেলের এক ছেলে স্নাতকে পড়ছেন। অন্য ছেলে সৌদি আরবে গাড়িচালকের চাকরি করছেন। খামারের আয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা, ছেলের পড়াশোনা ও সংসার চলছে রেহেনার।
রেহেনার বিশাল হাঁসের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির এক হাজার হাঁস। প্রতিদিন ৯০০ থেকে সাড়ে ৯০০ ডিম আসে খামার থেকে। এ ছাড়া রয়েছে ছয়টি ষাঁড়, চারটি ছাগল; আর দেশি জাতের দুই শতাধিক কবুতর। প্রতিদিন হাঁসের খাবার খরচ বাদ দিয়ে ডিম থেকেই তাঁর আয় হয় ১ হাজার ৮০০ টাকা। মাসে প্রায় ৫৪ হাজার টাকা।
রেহেনা বেগম বলেন, ‘পাঁচ শতক জায়গায় বাড়ি ছাড়া আর কিছু ছিল না। খামারের লভ্যাংশ থেকে ৭৭ শতক জমি কিনেছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, ‘রেহেনা বেগমের অদম্য চেষ্টা আর পরিশ্রম তাঁকে সফল উদ্যোক্তা বানিয়েছে। প্রাণিসম্পদ বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা করে আসছে।’
রেহেনা বেগম। মাত্র পাঁচ বছর বয়সে পড়েন জ্বরে। জ্বর থেকে পোলিও। আর তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায় তাঁর। তবে তিনি থেমে থাকেনি।
বাবার নুন আনতে পান্তা ফুরানো সংসারে শারীরিক প্রতিবন্ধকতা দূর করে আলিম ডিগ্রি অর্জন করেন। ফাজিলেও ভর্তি হয়েছিলেন। কিন্তু বিয়ের কারণে শেষ করতে পারেননি লেখাপড়া। বিয়ের পরেই ভাগ্যটা নিজ হাতে গড়েন রেহেনা বেগম। ক্ষেতলাল উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র থেকে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন বিষয়ে নেন প্রশিক্ষণ। তাতেই পান সাফল্য।
সাফল্যের ধারাবাহিকতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রেহেনা বেগম গড়ে তোলেন ৭৭ শতক জমিতে হাঁস-মুরগির খামার। সঙ্গে গরু-ছাগল ও কবুতরের খামার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০১০ সালে সিটি ব্যাংকের সফল উদ্যোক্তার পুরস্কার। দেশের শ্রেষ্ঠ খামারি হিসেবে ৫ হাজার ডলার (সাড়ে ৩ লাখ) টাকাও পান তিনি।
জানা গেছে, রেহেনা বেগম ১৯৮১ সালে উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সামাদের ঘরে জন্মগ্রহণ করেন। জন্মের মাত্র পাঁচ বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হন পলিও রোগে। তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায়। সেই থেকে খুঁড়িয়ে হাঁটাচলা করেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে করেন আলিম পাস। ফাজিল পাসের আগেই বাবা বিয়ে দেন মো. রশিদ মোল্লার সঙ্গে। বর্তমানে স্বামীও অসুস্থ। তবে দুই ছেলের এক ছেলে স্নাতকে পড়ছেন। অন্য ছেলে সৌদি আরবে গাড়িচালকের চাকরি করছেন। খামারের আয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা, ছেলের পড়াশোনা ও সংসার চলছে রেহেনার।
রেহেনার বিশাল হাঁসের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির এক হাজার হাঁস। প্রতিদিন ৯০০ থেকে সাড়ে ৯০০ ডিম আসে খামার থেকে। এ ছাড়া রয়েছে ছয়টি ষাঁড়, চারটি ছাগল; আর দেশি জাতের দুই শতাধিক কবুতর। প্রতিদিন হাঁসের খাবার খরচ বাদ দিয়ে ডিম থেকেই তাঁর আয় হয় ১ হাজার ৮০০ টাকা। মাসে প্রায় ৫৪ হাজার টাকা।
রেহেনা বেগম বলেন, ‘পাঁচ শতক জায়গায় বাড়ি ছাড়া আর কিছু ছিল না। খামারের লভ্যাংশ থেকে ৭৭ শতক জমি কিনেছি।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, ‘রেহেনা বেগমের অদম্য চেষ্টা আর পরিশ্রম তাঁকে সফল উদ্যোক্তা বানিয়েছে। প্রাণিসম্পদ বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা করে আসছে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৬ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৬ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৬ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫