Ajker Patrika

সফল খামারি রেহেনা

আজিজার রহমান (জয়পুরহাট) ক্ষেতলাল
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৯: ৫৯
সফল খামারি রেহেনা

রেহেনা বেগম। মাত্র পাঁচ বছর বয়সে পড়েন জ্বরে। জ্বর থেকে পোলিও। আর তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায় তাঁর। তবে তিনি থেমে থাকেনি।

বাবার নুন আনতে পান্তা ফুরানো সংসারে শারীরিক প্রতিবন্ধকতা দূর করে আলিম ডিগ্রি অর্জন করেন। ফাজিলেও ভর্তি হয়েছিলেন। কিন্তু বিয়ের কারণে শেষ করতে পারেননি লেখাপড়া। বিয়ের পরেই ভাগ্যটা নিজ হাতে গড়েন রেহেনা বেগম। ক্ষেতলাল উপজেলা যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র থেকে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন বিষয়ে নেন প্রশিক্ষণ। তাতেই পান সাফল্য।

সাফল্যের ধারাবাহিকতায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রেহেনা বেগম গড়ে তোলেন ৭৭ শতক জমিতে হাঁস-মুরগির খামার। সঙ্গে গরু-ছাগল ও কবুতরের খামার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন ২০১০ সালে সিটি ব্যাংকের সফল উদ্যোক্তার পুরস্কার। দেশের শ্রেষ্ঠ খামারি হিসেবে ৫ হাজার ডলার (সাড়ে ৩ লাখ) টাকাও পান তিনি।

জানা গেছে, রেহেনা বেগম ১৯৮১ সালে উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সামাদের ঘরে জন্মগ্রহণ করেন। জন্মের মাত্র পাঁচ বছর বয়সে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আক্রান্ত হন পলিও রোগে। তাতেই ডান পা বিকলাঙ্গ হয়ে যায়। সেই থেকে খুঁড়িয়ে হাঁটাচলা করেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে করেন আলিম পাস। ফাজিল পাসের আগেই বাবা বিয়ে দেন মো. রশিদ মোল্লার সঙ্গে। বর্তমানে স্বামীও অসুস্থ। তবে দুই ছেলের এক ছেলে স্নাতকে পড়ছেন। অন্য ছেলে সৌদি আরবে গাড়িচালকের চাকরি করছেন। খামারের আয়ে অসুস্থ স্বামীর চিকিৎসা, ছেলের পড়াশোনা ও সংসার চলছে রেহেনার।

রেহেনার বিশাল হাঁসের খামারে রয়েছে বিভিন্ন প্রজাতির এক হাজার হাঁস। প্রতিদিন ৯০০ থেকে সাড়ে ৯০০ ডিম আসে খামার থেকে। এ ছাড়া রয়েছে ছয়টি ষাঁড়, চারটি ছাগল; আর দেশি জাতের দুই শতাধিক কবুতর। প্রতিদিন হাঁসের খাবার খরচ বাদ দিয়ে ডিম থেকেই তাঁর আয় হয় ১ হাজার ৮০০ টাকা। মাসে প্রায় ৫৪ হাজার টাকা।

রেহেনা বেগম বলেন, ‘পাঁচ শতক জায়গায় বাড়ি ছাড়া আর কিছু ছিল না। খামারের লভ্যাংশ থেকে ৭৭ শতক জমি কিনেছি।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, ‘রেহেনা বেগমের অদম্য চেষ্টা আর পরিশ্রম তাঁকে সফল উদ্যোক্তা বানিয়েছে। প্রাণিসম্পদ বিভাগ তাঁকে সার্বিক সহযোগিতা করে আসছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত