Ajker Patrika

বগুড়ায় ১২ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯: ৩৩
বগুড়ায় ১২ মামলার আসামি গ্রেপ্তার

বগুড়ায় ১২টি মামলার পলাতক আসামি নাহিদুল ইসলাম নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, নাশকতা, ডাকাতি ও মাদক মামলা আছে।

গতকাল সকালে বগুড়া র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত শনিবার দুপুরে গাবতলী উপজেলায় অভিযান চালিয়ে নয়নকে গ্রেপ্তার করা হয়। নয়ন গাবতলী উপজেলার চকমাড়িয়া গ্রামের বাসিন্দা। তাঁকে ওই গ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নয়ন দেশের বিভিন্ন জেলায় আত্মগোপন করে অপরাধমূলক কার্যক্রম পরিচলনা করে আসছিলেন। পাশাপাশি উঠতি বয়সী ছেলেদের কাছে মাদক বিক্রি করা ছিল তাঁর মূল পেশা। চারটি মামলায় তাঁর গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ