Ajker Patrika

অধিক মাদক সেবনে মৃত্যু লাশ বস্তাবন্দী করেন বন্ধু

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৭
অধিক মাদক সেবনে মৃত্যু লাশ বস্তাবন্দী করেন বন্ধু

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডোবা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী মরদেহের পরিচয় মিলেছে। তিনি হলেন ইসলামপুর গ্রামের হুমায়ুন কবির (৩৫)। একই সঙ্গে তাঁকে হত্যারহস্য উন্মোচন করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতে হুমায়ুনের বন্ধু হারুন অর রশিদ (৩৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হারুন পেশায় অটোরিকশাচালক। তিনি উপজেলার ইসলামপুর খাঁপাড়া গ্রামের বাসিন্দা।

গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন হুমায়ুন।

এসপি বলেন, গত সোমবার পর্যন্ত হুমায়ুনের মোবাইল ফোন খোলা ছিল। তবে ওই ফোন থেকে হুমায়ুনের পরিবারের সঙ্গে কথা বলেছেন তাঁর বন্ধু হারুন অর রশিদ। হুমায়ুনের মুক্তিপণ হিসেবে হারুন তাঁর বাবার কাছে ১ লাখ টাকা দাবি করেন। কিন্তু এসব করা হয় হুমায়ুনের মৃত্যুর পর।

পুলিশ সুপার আরও বলেন, গত শনিবার রাতে হুমায়ুন ও হারুন মিলে পানীয় মাদকদ্রব্যর সঙ্গে ড্রাইডিল ট্যাবলেট মিশিয়ে একসঙ্গে সেবন করেন। রশিদের বাড়িতে কেউ না থাকায় সেখানেই তাঁরা মাদক সেবন করেন। একপর্যায়ে অতিরিক্ত মাদক সেবনের ফলে হুমায়ুনের মৃত্যু হয়। এ অবস্থায় কোনো উপায় না পেয়ে হারুন তাঁর বন্ধু হুমায়ুনের লাশ বস্তাবন্দী করেন। পরে বস্তাবন্দী লাশ রাতেই তাঁর (হুমায়ুন) বাড়ির পাশের একটি ডোবাতে ফেলে আসেন হারুন। পরে হুমায়ুনের মোবাইল ফোন ব্যবহার করে তাঁর বাবার কাছে মুক্তিপণ দাবি করেন হারুন। হুমায়ুনের মৃত্যুর ঘটনায় নিজের দায় এড়ানোর জন্য ও ঘটনা অন্যদিকে ঘুরিয়ে দিতে এ কাজ করেন হারুন।

এসপি বলেন, হারুনকে আদালতে পাঠিয়ে বিষয়গুলো আরও নিশ্চিত হতে রিমান্ড আবেদন করা হবে। পাশাপাশি দুপচাঁচিয়াতে মাদকদ্রব্য বিক্রয়কারীদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ