Ajker Patrika

জীবনানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩: ৪০
জীবনানন্দের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

কবি জীবনানন্দ দাশের ৬৭তম প্রয়াণ দিবসে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ, আবৃতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় বরিশাল নগরের জীবনানন্দ সড়কের জীবনানন্দ দাশ মিলনায়তন ও পাঠাগার প্রাঙ্গণে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখা, প্রগতি লেখক সংঘ, সাংস্কৃতিক সংগঠন উত্তরণ এবং অনুশীলন সাংস্কৃতিক পরিষদ।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জীবনানন্দ দাশ মিলনায়তনে। কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সংস্কৃতজন অধ্যক্ষ ইনামুল হাকিম, নজমুল হোসেন আকাশ, মুকুল দাশ, কবি আসমা চৌধুরী প্রমুখ। জীবনানন্দের কবিতা আবৃত্তি করেন কাজী সেলিনা, শোভন কর্মকার, অনিন্দ্য দ্বীপ।

এদিকে জীবনানন্দপ্রমীদের আয়োজনে গতকাল জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবনানন্দ স্মরণ’ শীর্ষক আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ