Ajker Patrika

বিএনপি নেতা ফারুককে তিরস্কার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১০: ৩৪
বিএনপি নেতা ফারুককে তিরস্কার

বরিশাল মহানগর বিএনপির প্রথম সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুককে তিরস্কারপূর্বক সতর্ক করেছে কেন্দ্রীয় বিএনপি। গত বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

সতর্ককরণ পত্রে উল্লেখ করা হয়েছে-বরিশাল নগরীতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে আপনার (ফারুক) নেতৃত্বে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। যা তদন্ত সাপেক্ষে প্রমাণিত এবং সমীচীন নয়। এহেন কর্মকাণ্ড সংগঠন বিরোধী অপতৎপরতা। এ জন্য বিএনপির কেন্দ্রীয় নির্দেশে আপনাকে তিরস্কার পূর্বক সতর্ক করা হচ্ছে।

জানতে চাইলে মহানগর সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুক বলেন, সরোয়ার ভাই আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে, আমাকে সারা দেশে পরিচিত করেছেন। তিনি বহিষ্কার চাইলেও দল তা করেনি। দল থেকে কেবল সতর্ক করা হয়েছে। অবশ্য দলের ভাইস চেয়ারম্যান মো. শাজাহানের সঙ্গে দেখা করে এর যৌক্তিকতা তারা তুলে ধরেছেন বলে জানান ফারুক।

এব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ার বলেন, দল থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে এককভাবে কর্মসূচি করেছে। তিনি বারবার এটা করছেন। তাকে ঘিরে মহানগরে বিভক্তি হওয়ার উপক্রম হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ