Ajker Patrika

জাতীয় কন্যা শিশু দিবস পালিত

আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৩: ৪২
জাতীয় কন্যা শিশু দিবস পালিত

‘আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে আলোচনা সভা, র‍্যালি, কেক কাটার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা যায়,

জয়পুরহাট: জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাবিনা সুলতানা।

ক্ষেতলাল: দিবসটি উদ্‌যাপন উপলক্ষে একটি শোভাযাত্রা ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ গেট থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল গেটে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বগড়ার আদমদীঘি: এদিন উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর, আদমদীঘির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধুনট: উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সারিয়াকান্দি: উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলাবিষয়ক ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কেক কর্তন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সিরাজগঞ্জের কামারখন্দ: উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানার সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ। তিনি বলেন, ‘নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবার দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। পুরুষ সন্তান জম্ম দিলে আমরা যেমন খুশি হই, কিন্তু কন্যাশিশু জম্ম দিলে আমরা তেমন খুশি হই না, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।’

রায়গঞ্জ: উপজেলায় জাতীয় কন্যা দিবস পালিত হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ