Ajker Patrika

আ.লীগ সরব, বিএনপি নিরব

খান রফিক, বরিশাল
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯: ৪৭
আ.লীগ সরব, বিএনপি নিরব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের তৃণমূল পর্যায়ে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। এই আমেজ সবচেয়ে বেশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঘিরে। তবে বিএনপিতে এই নির্বাচন নিয়ে অনেকটা নিশ্চুপ অবস্থা।

অবশ্য চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশই এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী। দ্বিতীয় দফায় সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ নভেম্বর ভোট। এ নিয়ে গ্রামগঞ্জে চায়ের টেবিলে আলোচনা তুঙ্গে।

বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নান সাংবাদিকদের বলেন, ‘১১ নভেম্বর রায়পাশা-করাপুর, সায়েস্তাবাদ, চরমোনাই, চরকাউয়া, চন্দ্রমোহন ও চানপুরা ইউনিয়নে ভোট হতে যাচ্ছে। ভোট সম্পন্নে তাদের প্রস্তুতি রয়েছে।’

সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের রাস্তাঘাট তফসিলের আগেই সম্ভাব্য প্রার্থীদের ব্যানার পোস্টারে ভরে গেছে। প্রার্থীরা কয়েক মাস আগে থেকেই ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার চালাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত গ্রামের হাট-বাজারে এখন প্রধান আলোচনাই ভোটের। আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন ফের প্রার্থী হচ্ছেন। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও ৩ জন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমেছেন। তাঁরা হলেন-স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম, নুরুল আমীন ও শ্রমীক লীগ নেতা শাহরিয়ার বাবু।

চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন জানান, তিনি সদরের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়নকাজ করেছেন। তাই জনগণ তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তবে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগের টিকিটে চেয়ারম্যান হওয়ায় খোকন জাতীয় পার্টির নেতা ছিলেন। যেকারণে গত বছরগুলোতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নানা বিষয়ে বঞ্চিত হয়েছেন।’

স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম জানান, স্থানীয় জনতা তাঁদের মনের কথা বলার জন্য একজন প্রতিনিধি হিসেবে তাকে বেশ সমাদর করছেন।

উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না আবারও প্রার্থী হবেন। তবে এবার তাঁর কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার। এ ছাড়া চরমোনাই পীরের দল ইসলাম আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন তুহিন।

সায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার জানান, তাঁর বাবাও এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। বাবার মতো তিনিও মানুষের সেবা করে যাচ্ছেন। আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন তুহিন জানান, সুষ্ঠু ভোট হলে জনগণ তাঁকে সমর্থন করবেন।

সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে তফসিল ঘোষণার পরপরই ভোটের সরগরম শুরু হয়েছে। চরকাউয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি। তিনি এবারও দলের মনোনয়নপ্রত্যাশী। এ ছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদও দলের কাছে চেয়ারম্যান পদে মনোনয়ন চান।

চরমোনাই পীর পরিবারের জন্য সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের পরিচিতি সারা দেশে। ২০০২ সাল থেকে ইউনিয়নের চেয়ারম্যান পদটি পীর পরিবারের দখলে। বর্তমান চেয়ারম্যান চরমোনাই পীরের ছোট ভাই মুফতি এছাহাক মো. আবুল খায়ের এবারও চেয়ারম্যান পদে দলের প্রার্থী মনোনীত হয়েছেন। আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ নেতা গাজী মো. শাহ রিয়াজ।

চাঁনপুরা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমানউল্লাহ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামবেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী দুজন হলেন-সাবেক চেয়ারম্যান হেলালউদ্দিন খান ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচএম জাহিদ। একই অবস্থা চন্দ্রমোহন ইউনিয়নে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস বলেন, ‘ইউপি ভোটের প্রস্তুতি অনুযায়ী শনিবার থেকে দলীয় ফরম বিতরণ শুরু হবে। জনপ্রিয়তা অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।’

জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন বলেন, ‘সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। দল এবারও যে সিদ্ধান্ত দেবে সেটাই অনুসরণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ