Ajker Patrika

অক্সিজেন আসার আগেই নবজাতকের মৃত্যু?

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৯: ২৬
অক্সিজেন আসার আগেই নবজাতকের মৃত্যু?

সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে গেছে। শরীরে অক্সিজেন কম পাওয়ায় ছটফট করছে চার দিন বয়সী মেয়ে নবজাতক। স্বজনেরা ছুটে যান হাসপাতালের নার্স-স্টাফদের কাছে। স্বজনদের অভিযোগ প্রথম দিকে তাঁদের কথা আমলে নেননি হাসপাতালের কেউ। গড়িমসি করে প্রায় এক ঘণ্টা পর অক্সিজেন দিতে ওই নবজাতকের কাছে আসেন নার্স-স্টাফরা। কিন্তু ততক্ষণে মারা গেছে নবজাতক।

গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে বগুড়া সদরের কলোনি এলাকার রেইনবো কমিউনিটি অ্যান্ড ডায়াগনস্টিক নামের একটি বেসরকারি হাসপাতালে। এর আগে গত বুধবার রাতে ওই হাসপাতালে নবজাতককে ভর্তি করানো হয়। তার ফুসফুসে সমস্যা ছিল।

মৃত নবজাতকের বাবার নাম সোহেল রানা। তিনি বগুড়া সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ঘুঘুমাড়ি গ্রামের বাসিন্দা। কথা হয় তাঁর সঙ্গে।

সোহেল রানা বলেন, ‘মঙ্গলবার আমার স্ত্রী বগুড়া শেরপুর উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেয়। জন্মের পর থেকেই আমার সন্তানের ফুসফুসে সমস্যা দেখা দেয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শজিমেকে বাচ্চাদের নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র না থাকায় বুধবার রাতে নবজাতককে রেইনবো হাসপাতালে ভর্তি করানো হয়।’

সোহেল রানা আরও বলেন, ‘শুক্রবার বেলা ১টার দিকে আমার মেয়েকে দেওয়া অক্সিজেন শেষ হয়ে যায়। আমার মেয়ে ওই সময় ছটফট করা শুরু করে। সঙ্গে সঙ্গে পরিবারের অন্য সদস্যরা নার্স-স্টাফদের কাছে গিয়ে বিষয়টি জানায়। কিন্তু প্রথম দিকে আমাদের কথা তাঁরা আমলে নেননি। এ ঘটনার এক ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন সরবরাহ করতে এসে দেখে আমার মেয়ে মারা গেছে।’

জানতে চাইলে হাসপাতালটির ম্যানেজার রুপক হাসান দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন মজুত আছে। বাচ্চাটি ফুসফুসের সমস্যাতে মারা গেছে।’

বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...