Ajker Patrika

বেড়েছে নারকেলের কদর

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ১৬
বেড়েছে নারকেলের কদর

আসছে শারদীয় দুর্গাপূজা। এ উৎসবকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে তৈরি হয় নারকেলের নাড়ু। এ জন্য পূজা সামনে রেখে জয়পুরহাটে ইতিমধ্যে বেড়ে গেছে নারকেলের কদর। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দামও বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাজারে বর্তমানে বড় আকারের এক জোড়া নারকেল বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। আর ছোটগুলো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা জোড়া।

পূর্ব বাজারের ব্যবসায়ী নিজামুদ্দিন জানান, দুই সপ্তাহ আগে বড় এক জোড়া নারকেলের দাম ছিল ১০০ টাকা। আর ছোটগুলোর জোড়া ৯০ টাকা। এখন পূজার জন্য চাহিদা বাড়ায় দামও বেড়েছে।

তবে আরেক ব্যবসায়ী আবদুল মোমেন জানান, নারকেলের বিক্রি এখনো কম। সপ্তাহখানেক পর উৎসব শুরুর সময় বিক্রি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

আবদুল মোমেন বলেন, ‘১০ দিন আগে পাইকারিতে প্রতি জোড়া বড় নারকেল কিনেছি ১১০ টাকায়। আর ছোটগুলো ৯৬ টাকায়। এখন প্রতি জোড়া বড় নারকেল ১৫০ থেকে ১৬০ টাকায় এবং ছোট নারকেল ১০০ টাকায় বিক্রি করছি।’

পূর্ব বাজারে নারকেল কিনতে এসেছিলেন সদর উপজেলার মুক্তাহার গ্রামের বেনু বাবু। তিনি প্রতি জোড়া ১২৫ টাকা দরে আটটি নারিকেল ৫০০ টাকায় কিনেছেন। এগুলো পূজার কাজে লাগবে। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর নারকেলের দাম অনেক বেশি। বলা যায়, দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

সদরের আমতলীর বাসিন্দা পুলক কুমার সরকার বলেন, ‘সামনে দুর্গাপূজা। অতিথি আপ্যায়নে নারকেল অবশ্যই কিনতে হবে। তবে এই মুহূর্তেই কিনছি না। আরও কিছুদিন পরে কিনব। যদিও জানি, তখন দাম একটু বেশি পড়বে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ