Ajker Patrika

নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৮: ৫০
নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় সমবায় দিবসে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে আলোচনা সভা, জাতীয় পতাকা, সমবায় পতাকা, বেলুন ওড়ানো, শোভাযাত্রা ও বর্ষসেরা সমবায়ীদের সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল, ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।’ প্রতিনিধিদের পাঠানো খবর:

ধুনট: উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনের দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে উপজেলা পরিষদের ইছামতী হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বর্ষসেরা সমবায়ীদের সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়।

সারিয়াকান্দি: গতকাল সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর: জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার পরপরই দেশের উন্নত অর্থনৈতিক ভিত্তি স্থাপনের লক্ষ্যে বঙ্গবন্ধু সমবায়ের ওপর গুরুত্বারোপ করেন। তারই ধারাবাহিকতায় গ্রাম ও শহরের বৈষম্য হ্রাসকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায় কার্যক্রম ত্বরান্বিত করেছেন।

আদমদীঘি: উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় সভাপতিত্ব করেন। আলোচনা শেষে পাঁচ শ্রেষ্ঠ সমবায়ী ও পাঁচ শ্রেষ্ঠ সমিতিকে পুরস্কৃত করা হয়।

সিরাজগঞ্জ: গতকাল সকালে সিরাজগঞ্জ শহরের অফিসার্স ক্লাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, ফেস্টুন ওড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফারুক আহাম্মদ।

কামারখন্দ: গতকাল দিবসটিতে আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এতে সভাপতিত্ব করেন।

তাড়াশ: দিবসটি উপলক্ষে গতকাল সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রায়গঞ্জ: উপজেলা অডিটোরিয়ামে প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

কাজীপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কালাই: দিবসটিতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।

পাঁচবিবি: উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে দিবসটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ক্ষেতলাল: উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি পালনে উপজেলা পরিষদ মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ