Ajker Patrika

অপহরণ ও ধর্ষণের দায়ে ৬০ বছরের দণ্ড

জয়পুরহাট প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৮
অপহরণ ও ধর্ষণের দায়ে ৬০ বছরের দণ্ড

জয়পুরহাটে নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মোমিন আকন্দ নামের এক যুবককে পৃথক দুটি ধারায় ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১৭ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামি মোমিন আকন্দ জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের ধারকী বড়াইল পাড়া গ্রামের বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, মোমিন একই এলাকার নবম শ্রেণির এক ছাত্রীকে প্রায় সময় কুপ্রস্তাব দিতেন। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ওই ছাত্রীকে তার স্কুলের সামনে থেকে মোমিনসহ তাঁর ছয়জন সহযোগী অপহরণ করেন। পরে অভিযুক্ত যুবক ওই ছাত্রীকে একাধিক স্থানে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করেন।

এরপর মেয়েটির বাবা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় তিন মাস পর পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর শুধুমাত্র মোমিনকে আসামি দেখিয়ে আদালতে চার্জশিট দাখিল করেন। এ সময় অপর অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

আইনের যাবতীয় প্রক্রিয়া শেষে গতকাল দুপুরে বিচারক মোমিন অপহরণের মামলায় ৩০ বছর কারাদণ্ড এবং ৭ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৭ বছরের জেল দেন। আর ধর্ষণের মামলায় মোমিনকে ৩০ বছর কারাদণ্ড দেন এবং ১০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ