Ajker Patrika

সহিংসতা ও উৎকণ্ঠায় ভোট

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ৩২
সহিংসতা ও উৎকণ্ঠায় ভোট

সহিংসতা, বিচ্ছিন্ন ঘটনা ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের আক্কেলপুরের পাঁচ ইউপি, ক্ষেতলালের দুই ইউপি, বগুড়ার শিবগঞ্জে ১১ ইউপি, শেরপুরে ৯ ইউপি এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে ৯ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আক্কেলপুরে জোর করে ভোট দেওয়ার অভিযোগ: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রের ৭ নম্বর বুথে নৌকা প্রতীকের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট বাইরে ভোটারদের জানান। তখন স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান তাঁর লোকজন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কেন্দ্রে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই কেন্দ্রের ৭ নম্বর বুথে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল বলে জানান ভোটাররা।

তবে কেন্দ্রের প্রিসাইডিং ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়ালি উল্লাহ বলেন, কেন্দ্রের ৭ নম্বর বুথে একটি ছেলে জোরপূর্বক ভোট দিচ্ছিল। খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থীর লোকজন হইচই শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে পরিস্থিতি শান্ত করে। ওই বুথে ১৫-২০ মিনিট ভোটগ্রহণ বন্ধ ছিল।

এর আগে সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়তে শুরু করে। তবে ওই সময় পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

ক্ষেতলাল: উপজেলায় দুটি ইউপি আলমপুর ও মামুদপুরে শান্তিপুর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

শেরপুরে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষ: বগুড়ার শেরপুরে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট পেপার ছিনতাই ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্বদেশ নন্দী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মী ছুরিকাহত হয়েছেন।

এ ঘটনায় ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ ছিল। গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের খাগা দোলং ভিসিসি দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী পরিমল দত্তের কর্মীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নেন। খবর পেয়ে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যানপ্রার্থী বিএনপি নেতা পিয়ার আলীর একদল কর্মী ঘোড়া মার্কার স্লোগান দিয়ে কেন্দ্রে প্রবেশ করলে দুই পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় নৌকা মার্কার সমর্থক স্বদেশ নন্দীকে (৫০) ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এএইচএম শিবলী সাদিক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা অস্বীকার করেন। তিনি বলেন, দুই পক্ষের সংঘর্ষের কারণে নিরাপত্তার স্বার্থে ভোটগ্রহণ এক ঘণ্টা স্থগিত ছিল। পরে স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ চলে।

শিবগঞ্জে চেয়ারম্যানপ্রার্থী আটক: শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী শফিউজ্জামান সাইফুলকে বুলুরচক সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করে পুলিশ। কেন তাঁকে আটক করা হলো এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমানকে একাধিকবার ফোন দিলে তিনি ফোন ধরেননি। এছাড়া একই কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এক এজেন্টসহ তিন জনকে আটক করা হয়।

আটমূল ইউনিয়নে আটমূল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটমূল উচ্চবিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা সাড়ে এগারোটায় হোন্ডা প্রতীকের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী মোজাফফর হোসেন আনারস প্রতীকের সমর্থকদের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একই ইউনিয়নের বড় বিলঘরিয়া দাখিল মাদ্রাসায় নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের উত্তজনার খবর পাওয়া গেছে।

অন্যদিকে একই ইউনিয়নের নান্দুরা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান ও বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের হোন্ডা প্রতীকের এজেন্ট ছাড়া অন্য প্রার্থীর এজেন্টকে দেখা যায়নি।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): গতকাল বেলা ১১টার পর ভোটার উপস্থিতি কমতে থাকে। নারী ভোটারদের উপস্থিতি পুরুষদের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল।

উপজেলা নির্বাচন কমিশনার মো. কামরুজ্জামান জানান, উপজেলার সলংগা থানার ধুবিল ইউনিয়নের ২/১টি কেন্দ্রে উত্তেজনা দেখা দিলেও পরে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে পাংগাসি ইউনিয়নের গ্রাম পাংগাসি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতরা প্রবেশের পর চেয়ারম্যানপ্রার্থীর ব্যালট একটি বুথে উধাও হওয়ার ঘটনা ঘটে। সে সময় উত্তেজনার সৃষ্টি হলেও ব্যালট পাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে একই ইউনিয়নের বৈকুণ্ঠপুর উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে বহিরাগতরা প্রবেশ করলে উত্তেজনার সৃষ্টি হয়। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চার রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে আনারস প্রতীকের সতন্ত্র প্রার্থী আকবর আলী ও নৌকার প্রার্থী রফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। সে সময় আহত হয় ২২ জন। এছাড়া আটক করা হয় চারজনকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ