Ajker Patrika

প্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণিল আয়োজন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০২
প্রধানমন্ত্রীর জন্মদিনে বর্ণিল আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন বর্ণিল আয়োজনে উদ্‌যাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার বরিশালের বিভিন্ন জায়গায় শ্রদ্ধাভরে তাঁর জন্মদিন পালন করে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তিনি ৭৫ তম জন্মদিনে জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

বরিশাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে ব্যাপক শোডাউন করেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে নেতা-কর্মীদের ঢল নামে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, বিকেলে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপির অনুসারীদের উদ্যোগে নগরীর নুরিয়া স্কুলে জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন প্রতিমন্ত্রী অনুসারীরা। যদিও প্রতিমন্ত্রী এবং সিটি মেয়র কেউই বরিশালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

গতকাল বিকেলে নগরীর বিবির পুকুর পাড় নেতা-কর্মীর ব্যাপক সমাগম ঘটে। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর সহসভাপতি আফজালুল করিম প্রমুখ।

অপরদিকে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের অনুসারীরা পৃথক কর্মসূচি পালন করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মীর আমিন উদ্দিন মোহন।

উজিরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে উজিরপুরে। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন।

বানারীপাড়া: প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত হয়েছে বানারীপাড়ায়। গতকাল দলীয় কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা।

মুলাদী: প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে মুলাদীতেও। গতকাল সকালে উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন এই কর্মসূচির আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন আহমেদ মোশাররফ।

গৌরনদী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মনিরুন নাহার মেরী, ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ