Ajker Patrika

শিক্ষাক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০৯: ১৩
শিক্ষাক্রম বাতিলের দাবিতে বিক্ষোভ

জাতীয় শিক্ষাক্রম ২০২০ বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন, ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা ১১টায় টাউন হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের মহানগর সহসভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার, ১৭ নম্বর ওয়ার্ড ছাত্র ফ্রন্টের আহ্বায়ক লামিয়া সাইমুন, ৯ নম্বর ওয়ার্ড ছাত্র ফ্রন্টের সভাপতি শ্রাবন্তি দাস, সংগঠক আনন্দ খুশি মাইশা, আয়েশা আক্তার মিঞ্জু ও ঐশী জান্নাত।

সমাবেশে বক্তারা বলেন, এই কারিকুলামে কিছু ভালো কথার আড়ালে শিক্ষা বৈষম্য, শিক্ষার ব্যয় বৃদ্ধি ও রাষ্ট্রের দায়িত্বের প্রশ্ন এড়িয়ে গিয়ে কৌশলে শিক্ষা ব্যবসাকেই উৎসাহিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ