Ajker Patrika

বিদ্রোহীদের নিয়ে অস্বস্তি

খান রফিক, বরিশাল
আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৯: ৫৬
বিদ্রোহীদের নিয়ে অস্বস্তি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বরিশালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের চ্যালেঞ্জ করে দলের একাধিক নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদর উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৫টিতেই গতকাল রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করেছেন, মাঠপর্যায়ে যাচাই-বাছাই ছাড়াই ঘরে বসে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নে ইউনিয়নে ক্ষমতাসীন দলে বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় বরিশালের তৃণমূল আওয়ামী লীগে বিরোধ তৈরি হয়েছে।

বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নান জানান, সদর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ নভেম্বর ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ৬টি ইউপি হচ্ছে, রায়পাশা-করাপুর, চরকাউয়া, চরমোনাই, শায়েস্তাবাদ, চাঁদপুরা ও চন্দ্রমোহন। গতকাল রোববার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন প্রার্থীরা অনেকেই জমা দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

সদরের স্থানীয় আওয়ামী লীগের তথ্যমতে, ইউপি ভোট নিয়ে প্রতিটি উপজেলায় ক্ষমতাসীন দলে বিদ্রোহ দেখা দিয়েছে। দলের প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছে একাধিক নেতা। এর কারণ হিসেবে জানা গেছে, আওয়ামী লীগে প্রার্থী নির্ধারণে মাঠ পর্যায় থেকে কোনো মতামত নেওয়া হয়নি। এমনকি সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের মতামতও রাখেনি জেলা আওয়ামী লীগ-এমনটাই অভিযোগ রয়েছে। এর ফলে গোটা উপজেলায় আওয়ামী লীগের মধ্যে দুটি পক্ষ হয়ে দাঁড়িয়েছে।

জানতে চাইলে রায়পাশা-করাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর সদস্য ও বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন জানান, তিনি ১৩ অক্টোবর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে নৌকার বিরুদ্ধে জাকির চৌধুরী নাম আরও একজন প্রার্থী হয়েছেন। জনগণের জন্য তিনি প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে নৌকার প্রার্থী শাহরিয়ার বাবু বলেন, ‘গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছি। আর কারা প্রার্থী আছেন তা জানা নেই। অবশ্য প্রার্থিতা প্রত্যাহারেরও সুযোগ আছে।’

চরমানাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন গিয়াস বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। ভোট পর্যন্ত মাঠেও থাকব। তবে দলের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম।’

চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ হাওলাদারের দাবি, চরকাউয়ার উন্নয়নে তাঁর অনেক অবদান। দলকে দিয়েছেন কিন্তু কিছুই পাননি। এ কারণেই ক্ষোভ ও রাগে রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১ ভোট পেলেও লড়াই করবেন বলে জানান তিনি।

তবে চরকাউয়া ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ও বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি বলেন, ‘প্রার্থী যে কেউ হতেই পারেন। কিন্তু নৌকা প্রতীক না থাকায় তাঁদের মূল্য থাকবে না নেতাদের মাঝে।’

চাঁদপুর ইউনিয়নের নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে গতকাল মনোনয়ন জমা দিয়েছেন হেলাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচ এম জাহিদ। তিনি জানান, আগেই ঘোষণা দিয়েছিলেন মনোনয়ন না পেলেও প্রার্থী হবেন। মাঠ পর্যায়ে যাচাই না করে ঘরে বসে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘দলে তো নেতাই নেই, কার কথা শুনব।’

সায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আরিফুজ্জামান মুন্না গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে দলের ইউনিয়ন সভাপতি রুবেল হোসেন মামুন তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ নিয়ে দলে বিভক্তি দেখা দিয়েছে। মামুন তালুকদার বলেন, ‘জনগণের সঙ্গে আছি। সামনেও মাঠে থাকবেন।’

এ ব্যাপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘দলীয় প্রার্থীরা ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দলের কোনো কোনো নেতাও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানিয়েছি। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাঁরা প্রার্থী হবেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ