Ajker Patrika

কাল থেকে বাজবে পূজোর ঢাকঢোল

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৫: ৩২
কাল থেকে বাজবে পূজোর ঢাকঢোল

আগামীকাল (১১ অক্টোবর) থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উৎসব। এ উপলক্ষে গতকাল শনিবার নগরীসহ গোটা জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি লক্ষ করা গেছে। ব্যতিক্রমী প্রতিমা ও নয়নাভিরাম সাজসজ্জায় এগিয়ে থাকতে মন্দিরে মন্দিরে চলছে তোড়জোড়। নগরীসহ জেলায় এবার ৬৩৬টি মন্দিরে উৎসব হবে বলে জানা গেছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তুলেছে বরিশালে।

গতকাল শনিবার নগরীর কালিমাতা ঠাকুরনীর মন্দিরে গিয়ে দেখা যায়, রাজবাড়ির প্রতিমা শিল্পী নিতাই পাল দারুণ ব্যস্ত সহকর্মীদের নিয়ে। প্রতিমায় শেষ সময়ের রংতুলির কাজ করছেন তারা। নগরীতে ৬টি মণ্ডপে প্রতিমা বানাচ্ছেন নিতাই পাল।

নগরীর ফলপট্টি কালিমাতা ঠাকুরানীর মন্দিরে দুর্গাপূজা হয় ২৬ বছর ধরে। ২৪ বার দুর্গোৎসবের কালিমাতা ঠাকুরানীর মন্দির শ্রেষ্ঠ দুর্গাপূজা মন্দিরের পুরস্কার পেয়েছে। এ মণ্ডপের পূজা কমিটির সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস বলেন, ‘আমরা এ বছরও নান্দনিক প্রতিমা ও সাজসজ্জার আয়োজন করেছি।’

জেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মুখার্জি বলেন, ‘জেলায় ৫৯০টি মণ্ডপে দুর্গাপূজা হবে। শনিবার পুলিশ সুপার মারুফ হোসেনের সঙ্গে মন্দির কমিটির নেতাদের সভা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ