Ajker Patrika

জোর করে স্ত্রীকে তালাকের অভিযোগ

উজিরপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০: ১৭
জোর করে স্ত্রীকে তালাকের অভিযোগ

উজিরপুরে স্ত্রীর অধিকার ফিরে পেতে শিশু সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে অবস্থান নিয়েছিলেন সন্তানসম্ভবা এক নারী। ঘটনাটি গত শুক্রবারের। তবে স্বামীর পরিবার থেকে সাড়া না পাওয়ায় তাঁকে পাশের এক বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন সাংবাদিকেরা। ওই নারীর অভিযোগ তাকে জোর করে গত আগস্টে তালাক দিয়েছেন স্বামী।

ঘটনাটি উপজেলার শোলক ইউনিয়নে দক্ষিণ শোলক গ্রামের। ওই গ্রামের জাফর মোল্লার ছেলে তরিকুল ইসলাম বাবুর সঙ্গে রাজশাহীর রাইপাড়ার সুমি আক্তারের দুই বছর আগে বিয়ে হয়। একটি পুত্র সন্তানও হয় তাঁদের। সুমির অভিযোগ, তাঁর ওপর অত্যাচার চালায় ওই বাড়ির লোকেরা। পরে গর্ভের সন্তান নষ্ট করার হুমকি দিয়ে স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদ কাজি ডেকে গত ১৯ আগস্ট খোলা তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।

জানা যায়, ১১ মাসের পুত্র সন্তানকে নিয়ে গৃহবধূ সুমি শুক্রবার হাজির হয় তরিকুলের বাড়ি। শাশুড়ির পা ধরে পড়ে ছিলেন। তবুও একমুঠো খাবার তুলে দেয়নি কেউ তাঁর কিংবা ছোট শিশুটির মুখে। স্থানীয় সাংবাদিকেরা গত শনিবার পাশের এক বাড়িতে উঠিয়ে দেয় তাঁকে ।

তরিকুল ইসলাম বাবু বলেন, ‘ওর ব্যবহার খারাপ তাই তালাক দিয়েছি। কোনো নির্যাতন করিনি। কাবিনের টাকা দিয়েই তালাক দিয়েছি।’

গৃহবধূ সুমি বলেন, ‘গর্ভের সন্তানকে নষ্ট করার ও ১১ মাসের ছেলে এবং আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে কাগজে স্বাক্ষর রেখেছিল। আমি টাকা চাই না, স্ত্রীর অধিকার চাই।’

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শাহিদা তালুকদার বলেন, ‘আমরা অসহায় নারীদের বিনা মূল্যে আইনি সহায়তা দিই। সন্তান গর্ভাবস্থায় মুসলিম শরিয়া আইনে তালাক হয় না।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আর্শাদ বলেন, ‘এখানে আমাদের কিছু করার নাই। এরপরও আইন শৃঙ্খলা অবনতি না ঘটে এ কারণে পুলিশ পাঠিয়েছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ