বিনোদন ডেস্ক
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
দরদ (বাংলা সিনেমা)
অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার
মুক্তি: ১৬ জানুয়ারি, আইস্ক্রিন
গল্পসংক্ষেপ: সাধারণ মানুষ দুলু মিয়া। স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। হঠাৎ করেই প্রতিশোধের নেশায় একের পর এক খুন করতে শুরু করে সে। তার জীবনে কী এমন হলো যে বদলে গেল দুলু মিয়া! সেই কাহিনি দেখা যাবে দরদ সিনেমায়।
দ্য রোশনস (তথ্যচিত্র)
মুক্তি: ১৭ জানুয়ারি, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বলিউড ইন্ডাস্ট্রিতে রোশনদের বিশেষ পরিচিতি রয়েছে। হৃতিক রোশন হালের জনপ্রিয় অভিনেতা। তাঁর বাবা রাকেশ রোশন খ্যাতিমান পরিচালক। হৃতিকের ঠাকুরদাদা খ্যাতিমান সংগীত পরিচালক রোশনলাল নাগরথ মোহন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই রোশন নামে ডাকতেন। সেই সূত্রে পরিবারের সবার নামের সঙ্গে রোশন শব্দটি জুড়ে যায়। তথ্যচিত্রটিতে রয়েছে এই পরিবারের আদ্যোপান্ত।
পাওয়ার অব পাঞ্চ (হিন্দি সিরিজ)
অভিনয়: রিভা অরোরা, আদিত্য রাজ অরোরা, জেভিয়ার জুনেজা, ইয়াশ শেগাল
মুক্তি: ১৭ জানুয়ারি, ডিজনি প্লাস হটস্টার
গল্পসংক্ষেপ: একদল তরুণ বন্ধুর গল্প। তাদের জীবন এক আশ্চর্যজনক মোড় নেয়, যখন তারা বুঝতে পারে, তারা এমন সুপার পাওয়ারের অধিকারী হয়েছে, যা তারা সব সময় কল্পনা করত। অল্প সময়ের মধ্যেই তারা জানতে পারে, বিশাল দায়িত্ব দিয়েই এমন সুপার পাওয়ার দেওয়া হয়েছে তাদের। ধীরে ধীরে এক কঠিন সংগ্রামের মুখোমুখি হয় তারা।
পাতাললোক: সিজন টু (হিন্দি সিরিজ)
অভিনয়: জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ, নীরাজ কবি, স্বস্তিকা মুখার্জি
মুক্তি: ১৭ জানুয়ারি, আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: খুন হয়েছে নাগাল্যান্ডের রাজনৈতিক নেতা জোনাথন থম। সেই খুনের তদন্তভার এসে পড়ে পুলিশ কর্মকর্তা হাতিরাম চৌধুরীর কাঁধে। পাঁচ বছর পর সিরিজের নতুন সিজনে আবারও জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের মুখোমুখি দাঁড়ায় হাতিরাম চৌধুরী।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।
দরদ (বাংলা সিনেমা)
অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার
মুক্তি: ১৬ জানুয়ারি, আইস্ক্রিন
গল্পসংক্ষেপ: সাধারণ মানুষ দুলু মিয়া। স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। হঠাৎ করেই প্রতিশোধের নেশায় একের পর এক খুন করতে শুরু করে সে। তার জীবনে কী এমন হলো যে বদলে গেল দুলু মিয়া! সেই কাহিনি দেখা যাবে দরদ সিনেমায়।
দ্য রোশনস (তথ্যচিত্র)
মুক্তি: ১৭ জানুয়ারি, নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: বলিউড ইন্ডাস্ট্রিতে রোশনদের বিশেষ পরিচিতি রয়েছে। হৃতিক রোশন হালের জনপ্রিয় অভিনেতা। তাঁর বাবা রাকেশ রোশন খ্যাতিমান পরিচালক। হৃতিকের ঠাকুরদাদা খ্যাতিমান সংগীত পরিচালক রোশনলাল নাগরথ মোহন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই রোশন নামে ডাকতেন। সেই সূত্রে পরিবারের সবার নামের সঙ্গে রোশন শব্দটি জুড়ে যায়। তথ্যচিত্রটিতে রয়েছে এই পরিবারের আদ্যোপান্ত।
পাওয়ার অব পাঞ্চ (হিন্দি সিরিজ)
অভিনয়: রিভা অরোরা, আদিত্য রাজ অরোরা, জেভিয়ার জুনেজা, ইয়াশ শেগাল
মুক্তি: ১৭ জানুয়ারি, ডিজনি প্লাস হটস্টার
গল্পসংক্ষেপ: একদল তরুণ বন্ধুর গল্প। তাদের জীবন এক আশ্চর্যজনক মোড় নেয়, যখন তারা বুঝতে পারে, তারা এমন সুপার পাওয়ারের অধিকারী হয়েছে, যা তারা সব সময় কল্পনা করত। অল্প সময়ের মধ্যেই তারা জানতে পারে, বিশাল দায়িত্ব দিয়েই এমন সুপার পাওয়ার দেওয়া হয়েছে তাদের। ধীরে ধীরে এক কঠিন সংগ্রামের মুখোমুখি হয় তারা।
পাতাললোক: সিজন টু (হিন্দি সিরিজ)
অভিনয়: জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ, নীরাজ কবি, স্বস্তিকা মুখার্জি
মুক্তি: ১৭ জানুয়ারি, আমাজন প্রাইম
গল্পসংক্ষেপ: খুন হয়েছে নাগাল্যান্ডের রাজনৈতিক নেতা জোনাথন থম। সেই খুনের তদন্তভার এসে পড়ে পুলিশ কর্মকর্তা হাতিরাম চৌধুরীর কাঁধে। পাঁচ বছর পর সিরিজের নতুন সিজনে আবারও জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের মুখোমুখি দাঁড়ায় হাতিরাম চৌধুরী।
গ্লাসগোর রাস্তায় শুটিং দেখতে জড়ো হয়েছেন অনেকে। ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন হল্যান্ড। তাঁদের সঙ্গে কথা বলছেন। ছবি তুলছেন। স্পাইডার-ম্যানের পোশাক পরা এক শিশুকে কাছে টেনে নেন তিনি।
১২ ঘণ্টা আগেঅভিনেত্রী ভূমি পেডনেকারও শুরু করলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তবে খানিকটা ভিন্ন পথে হেঁটেছেন। মিনারেল ওয়াটারের ব্যবসা শুরু করেছেন তিনি। এ উদ্যোগে ভূমির সঙ্গে আছেন তাঁর বোন সমীক্ষা পেডনেকার।
১৫ ঘণ্টা আগেসেই দৃশ্যের শুটিংয়ের সময় যাতে প্রেমিকাকে বারবার জড়িয়ে ধরতে পারেন ধর্মেন্দ্র, সেই ব্যবস্থা করেছিলেন। স্পটবয়দের প্রত্যেককে ২০ রুপি দিয়ে বলেছিলেন, শটটি কোনো না কোনোভাবে বারবার ভেস্তে দিতে; যাতে বারবার রিটেকের প্রয়োজন হয়।
১৭ ঘণ্টা আগেব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি—নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও, ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
২০ ঘণ্টা আগে