Ajker Patrika

জয়পুরহাটে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যুবক খুন, আহত ৪

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে যুবক খুন, আহত ৪

ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।

মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত