জয়পুরহাট প্রতিনিধি
ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মইনুল ইসলাম (২০) নামের এক যুবক মারা গিয়েছেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এতে আহত হয়েছেন ভুক্তভোগীর আরও চারজন স্বজন। আজ বিকেলে অভিযুক্ত আব্দুল হাকিমকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
মইনুল জয়পুরহাট সদর উপজেলার জগদিশপুর গ্রামের আলম হোসেনের ছেলে ও অভিযুক্ত খুনি আব্দুল হাকিম একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, হাকিম দীর্ঘদিন ধরে মইনুলের ছোট বোনকে বিভিন্নভাবে কু-প্রস্তাবসহ উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিবাদ করায় গত রোববার সন্ধ্যায় হাকিম ধারালো অস্ত্র দিয়ে মইনুল ও তাঁর মা, ভাই, ভাইয়ের শ্যালক ও এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় এলাকাবাসী এগিয়ে আসলে হাকিম পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দেন। আহতদের মধ্যে মইনুলের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁকে ওই রাতেই বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মইনুল মারা যান।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান আজকের পত্রিকাকে জানান, এ ব্যাপারে আজ বিকেলে থানায় মামলা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময়, সীমান্তবর্তী উচনা নামক স্থান থেকে হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
২ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫