তাড়াশে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দই মেলা
সকাল থেকে শুরু করে দিনব্যাপী আশপাশের এলাকার নামী দামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এ দই মেলা শুরু হয়। মেলায় দইয়ের পাশাপাশি ঝুরি, মুড়ি, মুড়কি, চিড়া, বাতাসা, কদমা, গুড়সহ রসনা বিলাসী খাবারের দোকান বসতে শুরু করে...