অসহায়দের টানে ফরিদপুরে জাপানি ব্যবসায়ী তামিকো
দীর্ঘ দেড় বছর পর আবারও ফরিদপুরে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছুটে এলেন জাপানি ব্যবসায়ী তামিকো মিজোয়ই। স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং সহমর্মিতার নজির আগেও দেখা গেছে। এবারও তিনি নিজ হাতে টাকা, চাল, ডাল ও তেল বিতরণ করেন।