কাজের খোঁজে হাটে নারী শ্রমিকেরা
কাজের খোঁজে শ্রমের হাটে নারী শ্রমিকের উপস্থিতি নিত্যদিনের। সড়কে কিংবা খেতে-খামারে কাজ নেওয়ার জন্য মহাজনের দ্বারস্থ হতে হয় তাঁদের। ধান কাটার কাঁচি, মাটি কাটার কোদাল, খন্তা—সবই তাঁদের সঙ্গে থাকে। থলেতে থাকে প্রয়োজনীয় কিছু কাপড়।