ধুলোই জীবিকার উৎস
শতাধিক নারী একসঙ্গে ধুলোবালির স্তূপ হাতড়াচ্ছেন। যেন কিছু একটা খুঁজে বের করার চেষ্টা চলছে। কাছে গিয়ে দেখা গেল, তাঁরা ওই ধুলোর আবর্জনার মধ্যে থেকে স্ক্র্যাপ লোহা, তামা, অ্যালুমিনিয়াম, তার, প্লাস্টিকের টুকরো খুঁজে বের করছেন। এটাই তাঁদের কাজ। এই কাজ করেই তাঁদের আয় হয়, চলে সংসার।