মাদকসেবীদের ‘বানর’ বললেন বরিশালের ডিআইজি
বরগুনার পাথরঘাটায় অনেক বড় রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাঁদের হুংকার বাঘের মতো। যেখানে এত বড় বাঘ-বাঘিনী রয়েছেন, তাঁদের মধ্যে বানর থাকতে পারে কীভাবে? তাঁদের এলাকায় মাদক, সন্ত্রাস ও জঙ্গি থাকতে পারে না। এখানে যাঁরা আসছেন সবাই ভদ্রলোক, সুধীজন। আর যারা মাদক বিক্রি করে, মাদক সেবন করে তারা ‘বানর’। এত বাঘ-ব