Ajker Patrika

না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলির ঘটনায় মালিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০: ৫৪
না.গঞ্জে রেস্তোরাঁয় ঢুকে গুলির ঘটনায় মালিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রেস্তোরাঁ ম্যানেজার কাজল হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এই কর্মসূচি পালন করেন হোটেল রেস্তোরাঁ মিষ্টান্ন মালিক সমিতি।

বুধবার বেলা ১২ টা থেকে ১ টা পর্যন্ত এক ঘণ্টা শহরের সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় রেস্তোরাঁ মালিকেরা কর্মসূচি থেকে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংগঠনের সভাপতি কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘রেস্তোরাঁ ম্যানেজার কাজলের মতো নির্দোষ এক ব্যক্তিকে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। নিজেদের প্রভাবশালী মনে করে সাধারণ মানুষকে গুলি করে হত্যা কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন—সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা, যুগ্ম সম্পাদক মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শংকর ঘোষ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক সীতারাম মোদক, সদস্য মোক্তার হোসেন, হাজী জামাল উদ্দিন, জাফর তালুকদার, মাদব ঘোষ, ত্রীনাথ ঘোষ, নীল কমল ঘোষ, রঘুনাথ মোদক, বোম্বাই, প্রবীর কুমার ঘোষসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত