সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার (২২)। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত আফসানা তার বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাসের ধাক্কায় দুজনই পড়ে গেলেও করিম খান হাতে অল্প আঘাত পেয়েছেন।
সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা-পুলিশ। সঙ্গে তার স্বামীও ছিলেন। তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক আছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।’
ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার স্বামীও আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৩ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় একেএইচ গার্মেন্টসের কাছে আরিচামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্যের নাম আফসানা আক্তার (২২)। তিনি ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরায় কনস্টেবল পদে কর্মরত বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি বরিশালের কাউনিয়া থানার হবিনগর এলাকায়। তার স্বামীর নাম আব্দুল করিম খান। তিনি পটুয়াখালী জেলার বাসিন্দা।
পুলিশ জানায়, নিহত আফসানা তার বোনের বাসা ধামরাইয়ের কালামপুরে যাচ্ছিলেন। তার স্বামী আব্দুল করিম মোটরসাইকেল চালাচ্ছিলেন। বাসের ধাক্কায় দুজনই পড়ে গেলেও করিম খান হাতে অল্প আঘাত পেয়েছেন।
সাভার থানাধীন ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত নারী এপিবিএন সদস্য। তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে হাইওয়ে থানা-পুলিশ। সঙ্গে তার স্বামীও ছিলেন। তাদের মোটরসাইকেলের পেছনে সেলফি পরিবহনের একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।’
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক আছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।’
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুটি অবৈধ অস্ত্র, এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরি হাত বোমা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বলাখাল নামক স্থান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
৮ মিনিট আগেমৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
৫ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
৫ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৭ ঘণ্টা আগে