Ajker Patrika

আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ৫১
আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক 

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের সমর্থনে শহর ও মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ করা হয় মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর এলাকা।

সকাল ১০টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, শিবু মার্কেট, সস্তাপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা জেলা পরিষদ কার্যালয় ভাঙচুর করেন।  

নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক-মহাসড়ক দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: আজকের পত্রিকাবেলা ১১টায় চাষাঢ়ায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক, সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যুক্ত হন। এ সময় একদল জনতা চাষাঢ়া পুলিশ বক্স ও রাইফেলস ক্লাব ভাঙচুর করেন। আগুন দেওয়া হয় সড়কে।

আন্দোলনকারীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে রাখেন পুরো জমায়েতস্থল।নারায়ণগঞ্জে সড়কে আগুন দেন বিক্ষোভকারীরা। ছবি: আজকের পত্রিকা

এদিকে গতকাল আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত