Ajker Patrika

সহিংসতায় হেফাজতের ব্যানারে হুজি, দাবি ডিবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক
সহিংসতায় হেফাজতের ব্যানারে হুজি, দাবি ডিবি পুলিশের

ঢাকা:  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা নিষিদ্ধ ঘোষিথ জঙ্গিগোষ্ঠী হুজির একটি পরিকল্পিত কার্যক্রম। এর সঙ্গে ছিল হেফাজতে ইসলামও। তাদের ব্যানারে সহিংসতা চালিয়েছে মূলত হুজি।

আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মাহবুব আলম আজকে পত্রিকাকে একথা বলেন।

মাহবুব আলম বলেন, এটি আসলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হুজির একটি পরিকল্পিত কার্যক্রম ছিল। তবে এর সঙ্গে হেফাজতও জড়িত। তাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলমান থাকবে।

একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হচ্ছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গিগোষ্ঠী হরকাতুল-জিহাদ আল-ইসলাম (হুজি) আবার সক্রিয় হয়েছে। এবার হেফাজতে ইসলামের সঙ্গে মিশে গিয়ে তারা সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের প্রতিবাদে ২৬ থেকে ২৮ মার্চ সারা দেশে হেফাজতের ব্যানারে যে তাণ্ডব চালানো হয়েছে এর সঙ্গে হুজি সরাসরি জড়িত।

হেফাজতে ইসলামের সদ্যসাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক প্রসঙ্গে পুলিশ বলছে, ভগ্নিপতি মুফতি নেয়ামতুল্লাহ মাধ্যমে পাকিস্তানের একটি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে তাঁর। সে সম্পর্কের সূত্রে ২০০৫ সালে পাকিস্তানে ৪৫ দিন অবস্থান করেন মামুনুল। সেখান থেকে দীক্ষা নিয়ে আসা রাজনৈতিক মডেল শাপলা চত্বরসহ চলমান সহিংসতা ও সরকার উৎখাতের চেষ্টায় ব্যবহার করেন। এসব কাজে অন্ধবিশ্বাসী হেফাজতের কর্মীদের সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়েছে।

হেফাজতের কর্মকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন ইস্যুতে পরাজিত হয়ে হেফজাতসহ নানা সংগঠনের ব্যানারে দেশে আবারও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। সহিংসতা যারা করেছে তারা যতই সমঝোতার জন্য আসুক অপরাধের জন্য তাদের শাস্তির মুখোমুখি হতেই হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত