Ajker Patrika

দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের নেতা গ্রেপ্তার

বাগেরহাট ও চিতলমারী প্রতিনিধি
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫: ৪১
কপিল কৃষ্ণ মণ্ডল। ছবি: সংগৃহীত
কপিল কৃষ্ণ মণ্ডল। ছবি: সংগৃহীত

বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ দেশবিরোধী চক্রান্তের অভিযোগে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব ও বাংলাদেশ অশ্বিনী সেবা আশ্রমের সভাপতি কপিল কৃষ্ণ মণ্ডলকে গ্রেপ্তার করেছে।

পুলিশ আজ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে কপিলকে গ্রেপ্তারের পর বেলা সাড়ে ১১টার দিকে আদালতে পাঠায়। তাঁর মোবাইল ফোনে দেশি ও বিদেশি নাগরিকদের সঙ্গে সন্দেহভাজন বৈঠকের ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে।

কপিল চিতলমারী উপজেলার গঙ্গাচন্না গ্রামের মৃত কৃপা সিন্ধু মণ্ডলের ছেলে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কপিলের বিরুদ্ধে দেশবিরোধী নাশকতার অভিযোগ পাওয়ায় তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মামলাটি করেছেন।

ওসি বলেন, কপিল তাঁর গ্রামের বাড়িতে বসে রাত ৩টার দিকে ৫-৬ জন সহযোগীকে নিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিনষ্টের জন্য চেষ্টা চালাচ্ছিলেন। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ভোর সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সহযোগীরা পালিয়ে যান। কপিলের ব্যবহৃত মোবাইল ফোনে সন্দেহভাজন দেশি ও বিদেশি নাগরিকদের মোবাইল ফোন নম্বর, ছবি ও কথোপকথনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষিকা থাকেন ঢাকায়, খালিয়াজুরীতে তাঁর নামে স্বাক্ষর করেন স্নাতকপড়ুয়া

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কারখানায় মিলল ৬ দিন আগে নিখোঁজ তরুণ-তরুণীর লাশ

বিকাশ ও নগদ ছাড়াই দেশে আন্তএমএফএস লেনদেন চালু

টানা তৃতীয়বার জামায়াতের আমির হলেন শফিকুর রহমান

বাবার ব্যবসায়িক সমস্যায় জামায়াত প্রার্থীর সিদ্ধান্তে নাখোশ শিবির নেতার পদত্যাগ

এলাকার খবর
Loading...